২৯ এপ্রিল ২০২২, ২৩:২২

আর্থিক সহায়তা নিয়ে ২০০ শিক্ষার্থীদের পাশে চবি ছাত্রলীগ

আর্থিক সহায়তা নিয়ে ২০০ শিক্ষার্থীদের পাশে চবি ছাত্রলীগ  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষে আজ শুক্রবার (২৯ এপ্রিল) শাখা ছাত্রলীগের বিজয় অংশের নেতাকর্মীরা শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি নিম্নবিত্ত এবং অসহায় পরিবারের সন্তানরাও পড়তে আসে। কিছু শিক্ষার্থী টিউশন করে নিজের খরচ জোগান দেয়। পার্টটাইম চাকরিও করে অনেকে পরিবারকেও সহযোগিতা করে।

আরও পড়ুন: চলতি মাসেই চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

তিনি বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এমন ২০০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছি। এদের মধ্যে যাদের বেশি অর্থ প্রয়োজন তাদের ৪ হাজার টাকা, আর যাদের একটু কম প্রয়োজন তাদের ৫০০ থেকে ২ হাজার টাকা করে দিয়েছি।

এর আগে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে ছাত্রলীগের বিজয় অংশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। সংগঠনটির সামাজিক এ ধরনের কর্মসূচিগুলোর ব্যাপক প্রশংসা করেছেন শিক্ষার্থীরা।