ঈদের ছুটিতে রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ঈদের ছুটিতে বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অযথা চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ আরোপ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অফিসসমূহ ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধকালীন ক্যাম্পাসে বহিরাগতদের অযথা ঘোরাফেরা ও অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।
আরও পড়ুন: রাবির আবাসিক হল বন্ধ ২৭ এপ্রিল
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
বন্ধ ক্যাম্পাসের নিরাপত্তা কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঈদের ছুটিতে বন্ধ ক্যাস্পাস নিরাপদ রাখার স্বার্থে প্রক্টরিয়াল বডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় অবস্থান করবেন। বন্ধ ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘরে সেদিকে বিশেষ নজরদারি করা হবে।