লাইভে আত্মহত্যার চেষ্টা, দড়ি ছিড়ে বাঁচলো জবি ছাত্র

  © ফাইল ছবি

ফেসবুকের নিজে আইডি থেকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার সহপাঠী ৯৯৯-এ ফোন দিয়ে জানালে পুলিশ দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিসের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার একজন সহপাঠী ও রুমমেট পারিবারিক বিভিন্ন বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে রুম থেকে তাকে বের করে দিয়ে আত্মহত্যা করার জন্য রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তিনি অনেক ডাকাডাকি করার পরও তার সহপাঠী দরজা খোলেনি।

ফোনের ওপর পাশে ৯৯৯-এ কনস্টেবল সুজন দাশ কলটি রিসিভ করেন। সুজন তাৎক্ষণিকভাবে যাত্রবাড়ী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। পরে ৯৯৯ ডিসপাচার এ এস আই শরিফুল ইসলাম ফোনকারী এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খবর নিতে থাকেন।

৯৯৯ থেকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল দক্ষিণ যাত্রাবাড়ীর একটি ভবনের মেসে গিয়ে উপস্থিত হয়। এরপর পুলিশ দরজা ভেঙে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকারী বিশ্ববিদ্যালয় ছাত্রকে (২২) অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আনোয়ার সাত্তার জানান, উদ্ধারকৃত ওই ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার প্রচেষ্টা চালায়। তবে ভাগ্যক্রমে তিনি ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে যান। তিনি জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পারিবারিক বিভিন্ন সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার প্রচেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।


সর্বশেষ সংবাদ