নকল করায় ঢাবি ও অধিভুক্ত কলেজের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার
পরীক্ষায় নকল করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেটে তাদের বহিষ্কারের বিষয়টি অনুমোদন করা হয়। গতকাল সিন্ডিকেটের ওই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করে। সেই সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট শিক্ষার্থীদের বহিষ্কার করে। তাৎক্ষনিকভাবে বহিষ্কৃতদের নাম পাওয়া যায়নি।
এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শৃঙ্খলা কমিটি যে ৭১ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছিল একজন বাদে বাকিগুলোর যেভাবে সুপারিশ আসছে সেভাবেই পাস হয়েছে।
এদিকে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স ও আগামী বছর থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন- শিক্ষা সফরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সান্ধ্যকোর্সের নাম হবে প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম এবং নতুন নীতিমালার আলোকে পরিচালিত হবে এই প্রোগ্রামটি। কোনো বিভাগ প্রোগ্রামটি শুরু করার আগে একাডেমিক কাউন্সিলে অনুমোদন করে নেবেন। যেসব বিভাগ একাধিক প্রোগ্রাম চালু রেখেছে তাদের নতুন করে আবেদন করতে। তারা কোন প্রোগ্রামটি চালু রাখতে চান সেটি একাডেমিক কাউন্সিলে উত্থাপন করতে হবে। একাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তবেই তারা শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন।
এ ছাড়া সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন ফোরামের সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ অনুমোদন দেওয়া হয়। গত ১৬ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির সভায়ও সিদ্ধান্তটি অনুমোদন পায়।