আহত রাবি শিক্ষার্থীর অপারেশন সম্পন্ন, বিশ্ববিদ্যালয় দিচ্ছে ১ লাখ টাকা
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৯:৪৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২২, ১০:১৬ PM
দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত শিক্ষার্থী সাফফাত নাঈম নাফির অপারেশন সম্পন্ন হয়েঝে আজ শনিবার (১২ মার্চ)। তার অপারেশনসহ উন্নত চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ ১ লক্ষ টাকা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন রাত ১০ টার দিকে তাকে অপারেশন করা হয়।
শনিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, নাফি’র সার্বক্ষণিক খোঁজখবর বিশ্ববিদ্যালয় থেকে নেয়া হচ্ছে। গতকালকে আমি নিজেই হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেছি। হাসপাতাল পরিচালক আমাদের ওই শিক্ষার্থীর সঙ্গে গতকাল গিয়ে দেখা করেছেন। আজ সকালে তার চেকআপ হয়েছে। আজকে অপারেশন হওয়ার কথা। তার অপারেশন সরকারি খরচে হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ খুব যত্নসহকারে তার টেককেয়ার করছে।
আরও পড়ুন: ‘হলে শিবির থাকতে পারবে না’ বলে জুনিয়রকে বের করে দিল ছাত্রলীগ
তিনি আরও বলেন, নাফি’র চিকিৎসার জন্য প্রথমত আমরা ৫০ হাজার টাকার একটা চেক আগামীকাল বিভাগের চেয়ারম্যানকে দেব। এরপর সে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ফিরলে আরো ৫০ হাজার টাকা তাকে দেয়া হবে।
এরআগে, গত বুধবার রাত ১২ টার দিকে দুর্বৃত্তদের হামলায় মারাত্মকভাবে আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নাঈম নাফি। আহত অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করান সহপাঠীরা। পরের দিন বৃহস্পতিবার বেলা ১১টায় তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি এন্ড অর্থপ্রোডিক্স রিহেবিলিটেশন (নিটোতে) ভর্তি করা হয়।