জাবিতে নির্বাচন নিয়ে পাল্টা বিবৃতি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের
কোভিড-১৯ মহামারী পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সকল নির্বাচনী প্রক্রিয়া পর্যায়ক্রমে অনুষ্ঠানের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ও উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি ) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদ কুদ্দুস কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অনতিবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছিল।
আরও পড়ুন: ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় ইলিয়াস কাঞ্চন
বিবৃতিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষকগ্রুপ কর্তৃক গত ১১ ফেব্রুয়ারি তারিখে প্রচারিত একটি বিবৃতি আমাদের দৃষ্টিগোচরে এসেছে। আমরা উক্ত বিবৃতিটি কোনভাবেই বস্তনিষ্ঠ বলে মনে করতে পারছি না। আমাদের কাছে মনে হয়েছে তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।'
"বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রধান পৃষ্টপোষক অধ্যাপক ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী নির্বাচিত উপাচার্য হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালন শেষে দ্বিতীয় মেয়াদেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রথম মেয়াদে তিনি ২০১৫ সালের অক্টোবরে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, ২০১৬ সালের এপ্রিলে ডিন নির্বাচন, একই বছরের জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচন, অর্থ কমিটি ও শিক্ষাপর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সাফল্যের সাথে স-সম্পন্ন করেন।" জাবির ইতিহাসে কোনো উপাচার্যের সময় এক মেয়াদে এতগুলো প্রশাসনিক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও এতে দাবি করা হয়।
আরও পড়ুন: হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা, বিশ্বজুড়ে সমালোচনা
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের দেওয়া বিবৃতিতে, বিভিন্ন পর্ষদের নির্বাচন সম্পর্কে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দেওয়া বক্তব্যকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য অভিহিত করা হয়। নির্বাচনগুলো না হওয়ার কারণ হিসেবে প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের করা রিট, সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেনের 'অসহযোগিতা' ও উপাচার্য বিরোধী আন্দোলন এবং করোনা মহামারির প্রকোপকে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি প্রাক্তন উপাচার্য শরীফ এনামুল কবির তাঁর 'ব্যক্তিগত ও গোষ্ঠীগত সংকীর্ণ স্বার্থ' হাসিলের লক্ষ্যে ১৯৭৩ অধ্যাদেশ-এর প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশের বিরুদ্ধে রিট করেন যা মহামান্য আচার্যের আদেশকে অবজ্ঞা করার 'হীন' চেষ্টা । উক্ত রিটের আইনগত নিষ্পত্তি অদ্যবধি হয় নি। তিন বছরের মেয়াদকালে ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচন করেননি।
বিবৃতিতে আরো বলা হয়, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের 'বদান্যতায়' অধ্যাপক কবীরের অনুসারী অধ্যাপক আমির হোসেন প্রো-উপাচার্য (প্রশাসন) পদে নিযুক্ত হলেও 'হীন ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে প্রশাসনিক কর্মকাণ্ডে উপাচার্যকে সহযোগিতা করেননি'। এমনকি একজন মুক্তিযোদ্ধা হয়েও মহান বিজয় দিবসে উপাচার্যের সাথে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাতে যাননি।
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনের ব্যখ্যা হিসেবে বলা হয়, " সকলকে নিরাপদ ও সুস্থ রাখতে আমরা শারীরিকভাবে উপস্থিত হয়ে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইনি। মহামারী পরিস্থিতি নিম্নগামী হওয়ায় বিরোধী মতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা পরীক্ষামূলকভাবে শারিরীকভাবে উপস্থিত হয়ে শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করি।"
তবে নির্বাচন করলে যে আমাদের অনেকেই আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হতে পারি সেটা গত শিক্ষক সমিতি নির্বাহী পরিষদের নির্বাচনে নিশ্চিতভাবে প্রমানিত হয়ে গেছে। উক্ত নির্বাচনের পরপরই উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত শিক্ষক ও তাঁদের পরিবারের অনেকেই কোভিড-১৯ এ আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোভিড-১৯ মহামারী পরিস্থিতি উন্নতি হওয়া সাপেক্ষে সকল নির্বাচন প্রক্রিয়া পর্যায়ক্রমে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি।