চবিতে মাসব্যাপী ক্লিন ক্যাম্পাসের পরিষ্কার অভিযান শুরু

পরিষ্কার করছেন সংগঠনটির কর্মীরা
পরিষ্কার করছেন সংগঠনটির কর্মীরা   © টিডিসি ফটো

পাহাড়ে বেষ্টিত প্রকৃতির মাঝে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গাছপালা এবং ফুলে ফলে ভরা হলেও শূন্যতা রয়েছে পরিবেশ সচেতনতার। শুধু শিক্ষার্থীরাই নন, অবহেলার নিদর্শন রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও। ব্যবহৃত একটি টিস্যু নিয়ে ২১০০ একর হাটলেও ডাস্টবিন পাওয়া দুষ্কর। ফলে, পুরো ক্যাম্পাসই হয়ে গিয়েছে ময়লা ফেলার জায়গা।

সম্প্রতি 'ক্লিন ক্যাম্পাস' নামে একটি সংগঠন ভাষার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে প্রায় শ'খানেক ডাস্টবিনের প্রয়োজন অনুভব করছে সংগঠনটি।

আরও পড়ুন: ‘আমি হিজাব পরলে তাদের সমস্যা কোথায়?’

ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা প্রাকৃতিক এবং শিক্ষার মানসম্মত পরিবেশ উভয়ের জন্য হুমকিস্বরূপ। তবে এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ দৃশ্যমান নয় বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

ভাষার মাসব্যাপী অভিযান কর্মসূচি চলবে নয়টি ধাপে। প্রথম দিন প্রশাসনিক ভবন এবং কলা ও মানববিদ্যা অনুষদ প্রাঙ্গণ পরিষ্কার করেছে। দ্বিতীয় ধাপে লাইব্রেরি, আইটি ভবন এবং মুক্তমঞ্চ এলাকা অভিযান পরিচালনা করেন ৬ ফেব্রুয়ারী। পরবর্তী কর্মসূচি আগামীকাল ৯ ফেব্রুয়ারী চলবে স্টেশন এলাকায়। ধারাবাহিক প্রক্রিয়ায় ২৮ ফেব্রুয়ারী উত্তর ক্যাম্পাসে সেন্ট্রাল ফিল্ড, আইআর ইনস্টিটিউট এবং আইন অনুষদ পরিষ্কারের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছে চতুর্থ দফায় ভর্তি ১৬ ফেব্রুয়ারি

সংগঠনটির উপদেষ্টা মারুফ ইসলাম বলেন, মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করলাম আমরা। প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতা পাচ্ছি। আশাকরি আগামী দিনে পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহারে প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে। এর আগে আমরা নিজেদের উদ্যোগে ক্যাম্পাসের ঝুপড়িগুলোতে পাঁচ-ছয়টি ডাস্টবিন দিয়েছি। কিন্তু এত বড় এই ক্যাম্পাসে প্রয়োজন প্রায় শ’খানেক ডাস্টবিন। এজন্য প্রশাসনের সহযোগিতা দরকার।


সর্বশেষ সংবাদ