০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৬

রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবি করে স্বারকলিপি প্রদান করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বরিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ লিপি প্রদান করেন তারা।

এসময় উপ-উপাচার্য, প্রোক্টর ও ছাত্র উপদেষ্টাকে স্মারকলিপির অনুলিপি প্রদান শেষে শিক্ষক সমিতির সাথে দেখা করেন ভর্তিচ্ছুরা।

ভর্তিচ্ছুরা বলেন, আমরা ২য় বারের পরিক্ষা দিতে চাই। কেননা এই ব্যাচটি করোনার কারণে নানান জটিলতার মধ্যে পড়ে। একটা পরিকল্পনাহীন অটোপাশের মধ্যদিয়ে আমাদের রেজাল্ট কেন্দ্রীক নানানমুখী সমস্যায় পড়তে হয়। আমরা পড়াশোনার মধ্যে একটা অগোছালো প্রক্রিয়ার মধ্যে ছিলাম। যার ফলে ভর্তি পরিক্ষাতে আমাদের বেগ পেতে হয়।

আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়গুলোর ভুল সিদ্ধান্তে শিক্ষার্থীদের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে’

তারা বলেন, শিক্ষার্থীদের একটা বৃহত্তর অংশ আবার পরীক্ষায় বসতে চাই। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নিবেন বলে প্রত্যাশা করেন তারা। তাছাড়া দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নিয়ে কাপাসিয়া কলেজের শিক্ষার্থী মারুফ বিল্লাহ বলেন, আমাদের কোন দাবি বিশ্ববিদ্যালয়গুলো মেনে নেয়নি। আমরা চাই আমাদের আর একবার সুযোগ দেয়া হোক। ইউজিসি, শিক্ষামন্ত্রী এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এটা আমাদের অধিকার।