হিমেলের পরিবার প্রতিমাসে পাবে ত্রিশ হাজার টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৩ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩ PM
ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মা মনিরা ইয়াসমিন (৫০) আজীবন ৩০-৩৫ হাজার টাকা করে মাসিকবত ভাতা পাবেন। শিক্ষার্থীদের ৫ কোটি টাকার দাবির পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে হিমেলের পরিবারের জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দাবি মানেনি।
আরও পড়ুন: ‘চাওয়া মাত্রই শিক্ষার্থীদের দাবি মেনে নিচ্ছেন রাবি ভিসি’
এ সময় উপাচার্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা মোট সাতটি দাবি জানান।
শিক্ষার্থীদের এসব দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমি তার (হিমেল) মা ও মামার সঙ্গে কথা বলেছি। তার পরিবারের চিকিৎসা ও জীবন নির্বাহের জন্য যত অর্থ লাগবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে হিমেলের মায়ের অ্যাকাউন্টে প্রতিমাসে যেন ৩০-৩৫ হাজার টাকা জমা হয়, সে ব্যবস্থা করেছি। আমি নিজেই অ্যাকাউন্ট খুলেছি। আমি তোমাদের সাহায্য চাই।
ক্ষতিপূরণের বিষয়ে উপাচার্য বলেন, হিমেলের মায়ের নামে অ্যাকাউন্ট করা হয়েছে। আমরা ওনাকে আমাদের বোন হিসেবে দেখছি। সারা জীবন যেন তিনি ঠিকভাবে চলতে পারেন সে ব্যবস্থা আমরা করছি। উনি মাসে মাসে টাকা পাবেন। আর আহত শিক্ষার্থীর চিকিৎসা খরচ আমরাই বহন করব।
শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য প্রক্টরিয়াল বডিকে অপসারণের মৌখিক আশ্বাস দেন। পরে আজ বুধবার বিকেলে শিক্ষার্থীদে সঙ্গে উন্মুক্ত আলোচনা রাবি ভিসি বলেন, নতুন বিজ্ঞানভবন হচ্ছে আমরা সেটাকে শহীদ হিমেল বিজ্ঞান ভবন নামে নামকরণ করবো। আর যে সড়কে সে মারা গেছে তার নামকরণও হিমেলের নামে হবে। আমি ৫০ বছর ধরে এই ক্যাম্পাসে আছি। তোমরা আছো ৪-৫ বছর ধরে। তাই, আমি তোমাদের সাথে রেখেই সব কাজ করব।
এ সময় শিক্ষার্থীরা চারুকলা অনুষদে যাতায়াতের রাস্তায় যে রেলক্রসিং আছে সেখানকার নিরাপত্তার প্রসঙ্গ তুললে উপাচার্য জানান, ওই রেলক্রসিংয়ে ওভারব্রিজ করা হবে।
আরও পড়ুন: জাতিসংঘ শান্তি কমিশনের প্রথম নারী সভাপতি বাংলাদেশের ফাতিমা
এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ট্রাকে আগুন দেন হিমেলের সহপাঠীরা। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলে আন্দোলনে নামে তারা।
পরে রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার রাজশাহী মেডিকেল থেকে বাসায় ফিরলে শিক্ষার্থীরা প্রক্টরের অপসারণসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ, নিহতের বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া, ঠিকাদার প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্তের লিখিত দাবি জানায় তার কাছে।