ঢাবি অধ্যাপক আবদুল আউয়াল খান আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৪:১১ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২২, ০৫:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল খান আর বেঁচে নেই। এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: সশরীরে ক্লাস-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে
বিজ্ঞপ্তিতে অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল খানকে একজন সৎ, অমায়িক, বিনয়ী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক হিসেবে উল্লেখ করে ঢাবি ভিসি বলেন, ইনস্টিটিউটের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি খুবই জনপ্রিয় ছিলেন।
এছাড়া তিনি শিক্ষার প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন ঢাবি ভিসি।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন কমছে ১ হাজার
এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল খান আজ অসুস্থ অবস্থায় ঢাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।