ঢাবির বঙ্গবন্ধু হলের লাইসিয়ামের নেতৃত্বে ফয়সাল-রিমন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৬ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থীদের সংগঠন ‘লাইসিয়াম’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) নবগঠিত কমিটির সভাপতি বোরহান উদ্দীন ফয়সাল ও সাধারণ সম্পাদক ইনাম মাহমুদ রিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য সংগঠনটির পূণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সভাপতি বোরহান উদ্দীন ফয়সাল বলেন, ক্যাম্পাসের অন্যান্য হলের ডিপার্টমেন্ট ভিত্তিক সংগঠনগুলোর চেয়ে অভিনব পন্থায় এগিয়ে যেতে চাই লাইসিয়ামকে নিয়ে। সংগঠনকে নিজের যোগ্যতার সর্বোচ্চটা দিতে চাই এবং অগ্রজ, সহপাঠী ও অনুজ সবাইকে নিয়ে এগিতে যেতে চাই।
সাধারণ সম্পাদক ইনাম মাহমুদ রিমন বলেন, আমাদের ওপর আস্থা রেখে সকলের মতামতের ভিত্তিতে লাইসিয়ামের উপদেষ্টারা যে দায়িত্ব অর্পন করেছেন, আমরা সেটা শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালন করবো। সবাই মিলে লাইসিয়ামকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিব। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
অনুমোদিত কমিটির অনান্যরা হলেন সহ-সভাপতি আশিকুর রহমান সামি, আনিসুর রহমান নকিব, শাকিল আহমেদ, ইউসুফ আহমেদ, ওবায়েদ বিন হক, সহ-সম্পাদক মো. হাবিব ইসলাম, আহসানুল রশিদ উৎস, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আব্দুস সবুর, নুরের সাফা, সাঈদ ইবনে সানি শাহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সোহেল, এনামুল ইসলাম নোমান, রিয়াজুল জান্নাত রোমান, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক মো. আল-আমিন ইসলাম, ক্রীড়া সম্পাদক রিদুয়ান রিজভী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মেহেদী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রায়হান সরকার মুক্ত, নির্বাহী সদস্য কাওসার আলম, মো. কবির হোসেন ও শেখ শাকিল হোসেন।