রাবি ভর্তির সময়সীমা বেড়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। সেইসঙ্গে ক্লাস শুরুর তারিখও পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম বর্ষের ভর্তির সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর ১ ডিসেম্বরের পরিবর্তে ক্লাস শুরু হবে ২১ ডিসেম্বর থেকে।

এর আগে গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর এবং ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর।

পরে উপাচার্যের এক নির্বাহী আদেশে এ তারিখ পরিবর্তন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে। 


সর্বশেষ সংবাদ