হাফ ভাড়া নিয়ে ছাত্রী হেনস্তা, জাবি শিক্ষার্থীদের বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হাফ ভাড়া নিয়ে হেনস্তার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের বাস আটক করেছেন জাবির শিক্ষার্থীরা।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বাস আটকানোর এ ঘটনা ঘটে।

ইনস্টিটিউট অফ ইনফোরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৮ ব্যাচের ভুক্তভোগী ওই শিক্ষার্থী মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে জানান, ‘আরও দুই বান্ধবীসহ ইতিহাস পরিবহনের বাসে মিরপুর যাওয়ার পথে কন্ট্রাক্টর ভাড়া চাইলে হাফ ভাড়া দিই। কিন্তু উনি সব জায়গার জন্যই ফুল ভাড়া দাবি করেন। এ নিয়ে এক পর্যায়ে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। বান্ধবীরা আগে নেমে যাওয়ায় ওই বাসে একা মিরপুর ১৪ যেতে নিরাপদ বোধ করিনি যদিও বাসে আরও চার-পাঁচজন যাত্রী ছিল।

মিরপুর ১৩ পার হয়ে কিছুটা সামনে এসে কন্ট্রাক্টর সবাইকে নামতে বলে। আমি নামতে গেলে কন্ট্রাক্টর রাস্তা আটকে দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। কাফরুল থানায় বড়ভাই আছেন বললে উনি দরজা খুলে নামতে দেয় কিন্তু নামার আগেই বাস টান দিয়ে এত জোরে চলে যায় যে বাসের নম্বরও দেখতে পারিনি।’

বাস আটককারীদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে তারা এ কাজ করেছেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানান, ভুক্তভোগী লিখিত কোনো অভিযোগ করেননি। সরাসরি বাস আটকানো উচিত হয়নি। তবে আমরা বিষয়টা পর্যবেক্ষণে রাখছি।


সর্বশেষ সংবাদ