পরিবেশমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি জাবি শিক্ষার্থীদের

জাবিতে মানববন্ধন
জাবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

‘দেশে পাহাড়ের ভেতর খাসিয়াসহ বেশ কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাসে বন্য পশুরা নিরাপদ নয়’ পরিবেশ মন্ত্রির এই বক্তব্য প্রত্যাহার ও বন্যপ্রানী সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, বন্যপ্রাণী সংক্ষরণে পরিবেশমন্ত্রীর বক্তব্য উদ্দেশ্যপ্রনোদিত। বনবিভাগ ও ফরেস্ট অফিসারের আড়ালে একটি নির্দিষ্ট চক্র কারেন্ট, বর্শা দিয়ে, হাতির করিডরে ফাঁদ পেতে বন্যপ্রাণী হত্যা করে আসছে। বন্যপ্রাণী হত্যা, পাহাড় দখল, পাঁচ তারকা হোটেল নির্মাণে সবসময় আদিবাসিরা বাধা দিয়ে আসছে। পাহাড়কে বানিজ্যিকীকরণের পথে আদিবাসিরা যেন বাধা হয়ে না দাঁড়ায় তাই বিভিন্ন অপবাদ দিয়ে তাদের সরিয়ে দিতেই কাজ করে যাচ্ছে একটি চক্র।

তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা পরিবেশের প্রতি সর্বোচ্চ বন্ধুত্ব বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে কর্ণপাত তো করে নি উল্টো দ্বিতীয় ধাপে কাজ শুরু করতে যাচ্ছে।

ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, একের পর এক মৃত হাতি উদ্ধার করা হচ্ছে। আসলে খুব সংঘবদ্ধভাবে ও দীর্ঘ সময়ের পরিকল্পনা করে এসব হাতিকে হত্যা করা হচ্ছে। এতে বন বিভাগের নীরবতা স্পষ্ট প্রতীয়মান। এসময় তিনি হাতি হত্যায় দোষীদের শাস্তির দাবি জানান।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বর্ণের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সুমাইয়া ফেরদৌস, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত দে প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা আদিবাসিদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, হাতির করিডোর নিরাপদকরণ, বন্যপ্রাণীদের নিরাপদ বাসস্থান নিশ্চিত, আদিবাসিদের ভূমি দখল করে পর্যটনকেন্দ্র নির্মাণ না করার দাবি জানান।

গত বুধবার (১৭ নভেম্বর) দেশের পাহাড়ি এলাকায় খাসিয়াসহ বেশ কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাসের কারণে বন্যপশুরা নিরাপদ নয় বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভা’য় এ বক্তব্য দেন মন্ত্রী।

মানববন্ধনে বিভিন্ন প্রগতিশীল ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে পরিবহন চত্ত্বরে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ