জাবিসাসের সেরা প্রতিবেদন পুরস্কার চালু, পুরস্কার পেলেন চার সাংবাদিক
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৮:৪৯ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২১, ১০:৫৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে সেরা প্রতিবেদক পুরস্কার চালু করা হয়েছে। সংগঠনটির সদস্যদের মাসব্যাপী করা প্রতিবেদনগুলোর ভিত্তিতে ‘নিয়মিত সংবাদ’ ও ‘বিশেষ সংবাদ’ ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের প্রতিবেদনের উপর পুরস্কার প্রদান করা হয়েছে।
এতে সেপ্টেম্বর মাসের সেরা প্রতিবেদক হিসেবে আজকের পত্রিকার প্রতিনিধি বেলাল হোসেনকে ‘বিশেষ সংবাদ’ ক্যাটাগরিতে ও দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মেহেদী মামুনকে ‘দৈনিক সংবাদ’ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
অক্টোবর মাসের সেরা প্রতিবেদক হিসেবে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জলকে ‘বিশেষ সংবাদ’ ক্যাটাগরিতে ও দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেনকে ‘নিয়মিত সংবাদ’ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওয়ালটন গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, সাংবাদিকরা সবসময় দেশ ও জাতির জন্য সার্বক্ষণিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন। এর বিনিময়ে তাঁরা যা পান তা খুব সামান্য। জাবিসাসের এ উদ্যোগ নিশ্চয়ই প্রশংসনীয়। জাবিসাসের যেকোনো উদ্যোগে অংশগ্রহণ করার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান জাবির সাবেক এই শিক্ষার্থী।
পুরস্কার প্রদানের পর সংগঠনটির সভাপতি মাহবুব আলম বলেন, বস্তনিষ্ঠ সাংবাদিকতাকে উস্কে দিতে জাবিসাস প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কাজ করে যাচ্ছে। সময়ের সাথে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক তৈরি করতে আমাদের এই প্রয়াস তারই ধারাবাহিকতা। আশা করছি পুরস্কারপ্রাপ্ত আমার এই সহকর্মীরা প্রত্যেকেই ভবিষ্যতে তাদের সেরাটা দিয়ে তার প্রমাণ রাখবেন।
জাবিসাসের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ বলেন, সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে ও দক্ষ সাংবাদিক তৈরীর লক্ষ্যে আমরা এই পুরস্কারের প্রচলন করেছি। আশা করি এর মাধ্যমে জাবিসাসের কর্মরত সাংবাদিকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে।
এর আগে সকাল ১১টার দিকে অর্ধশত বছরের পুরনো এ সংগঠনটির সৌন্দর্যবর্ধিত কার্যালয় ও ওয়েবসাইটের শুভ উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব রিমোট সেন্সিংয়ের পরিচালক ও জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক শেখ তাওহীদুল ইসলাম এবং জাবিসাস অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শহীদুল হক মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন জাবিসাসের সাবেক উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক সোহেল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম এবং দর্শন বিভাগের অধ্যাপক কামরুল হাসানসহ প্রমুখ।