ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের উচ্ছেদ অভিযানে নেমেছে শিক্ষার্থীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০২:১৪ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২১, ০২:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভবঘুরে,নেশাখোর, উদ্বাস্তু উচ্ছেদে ও যানবাহন নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (৩ নভেম্বর) দুপুর একটার দিকে এ অভিযান পরিচালনা করে।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ক্যাম্পাস এখন পার্কে পরিণত হয়েছে। নিজেদেরকে এখানে বহিরাগত মনে হয়। আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
শিক্ষার্থীর আরও জানান, ‘‘টিএসসি ক্যাফেটেরিয়ায় খাবার বহিরাগতরা খেয়ে নেয়। তাদের জন্য আমরা খাবার পায় না। মনে হয় এই ক্যাফেটেরিয়া আমাদের না, এটা বহিরাগতদের জন্য।”
“ক্যাম্পাসে এখন বহিরাগত, নেশাগ্রস্ত, তৃতীয় লিঙ্গ ও অবাধ যানবাহন চলাচল অনেক বেড়ে গেছে। এভাবে চলতে পারে না। আমরা ক্যাম্পাসকে নিরাপদ, শিক্ষার্থী বান্ধব করতে আজকে এই অভিযান শুরু করেছি। ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”