জাবি ভর্তি পরীক্ষা: ‘ই’ ইউনিটের সংশোধিত নম্বর বন্টন প্রকাশ

  © ফাইল ছবি

আগামী ৭ নভেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষা শুরু হবে। এক হাজার নয়শ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ ৮ হাজার ৬০৬টি। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬২ পরীক্ষার্থী। 

এদিকে, ‘ই’ ইউনিট-বিজনেস স্টাডিজ অনুষদ ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টন প্রকাশ করেছে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি। আজ সোমবার (১ নভেম্বর) কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্নাতক (সম্মান) শ্রেণির প্রকাশিত ভর্তি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির বিশেষ দ্রষ্টব্যের জ এর ৫-এ (‘ই’ ইউনিট-বিজনেস স্টাডিজ অনুষদ) উল্লিখিত ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টনের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা শাখার জন্য “ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা” বিষয়ের স্থলে “হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা" বিষয়টি প্রতিস্থাপিত হবে। তবে, নম্বর বন্টন সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী (১৫ নম্বর) অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, আগামী ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ