ক্যাম্পাসে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির সহায়তা চেয়েছে ঢাবি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০৬:২৪ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২১, ০৬:৫৬ PM
দীর্ঘদিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাড়িগুলোর বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এজন্য ঢাবি ক্যাম্পাসের মধ্যে এসব ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সীমিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী স্বাক্ষরিত চিঠিটি ডিএমপি কমিশনার বরাবর পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ক্যাম্পাসা সব সময়ই ভারী যানবাহন, ট্রাক, মিনিবাস, দাহ্য পদার্থবাহী ট্রাক, মালবাহী ট্রাক, বড় বাস ইত্যাদি চলাচল করছে। বিশেষ করে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চলাচল করা গাড়িগুলো ক্যাম্পাসের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে। এতে করে যেকোন সময় ক্যাম্পাসে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমতাবস্থায় ক্যাম্পাসে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। তাই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যানবাহন চলাচল বন্ধ নয়; বরং সীমিত করতে ও নিয়ন্ত্রণে আনতে ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হয়েছে জানিয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, মেট্রোরেলের কাজ চলায় ক্যাম্পাসে কয়েকটি রাস্তা সরু হয়েছে, আবার কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের একস্থান থেকে অন্য স্থানে যায়। তাই আমাদের কাছে মনে হয়েছে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা দরকার। তাই আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে ডিএমপিকে বিষয়টি জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ক্যাম্পাসে রাতে হাটার সময় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হন। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।