ঢাবি ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষায় লিখিত অংশের সময়বন্টন নিয়ে যা বললেন ঢাবি ভিসি
- জামাল হোসেন রুহানি
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৫:১৩ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২১, ০৫:১৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লিখিত অংশের সময়বণ্টন নিয়ে শিক্ষার্থীদের আপত্তি এবং অসন্তোষ নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ আক্তারুজ্জামানের সাথে।
এ সময় ঢাবি উপাচার্য লিখিত অংশের সময় বাড়ানোর সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বলেন, ‘‘প্রতিটি শিক্ষার্থীর জন্যই সমপরিমাণ সময় বরাদ্দ করা রয়েছে। এ অল্প সময়ে কে কত বেশি নিজের লিখার যোগ্যতার প্রমাণ দিতে পারে সেজন্যই এ আয়োজন।’’
এর আগে ২ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ ইউনিটের’ ভর্তি পরীক্ষায় লিখিত অংশের সময়বন্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করে ২০২০-২১ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার দিন বেশ কয়েকজন শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, লিখিত অংশের জন্য বরাদ্দ করা সময়ে সব প্রশ্নের উত্তর দেয়া কোনভাবেই সম্ভব ছিল না। এ সময় কেউ কেউ পরীক্ষা খারাপ হয়েছে উল্লেখ করে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে উদ্যত আচরণও করেন।
আতিক আদনান (কুমিল্লা) বলেন, ‘‘বাংলা এবং সাধারণ জ্ঞান অপ্রত্যাশিত সহজ হয়েছে। ইংরেজি একটু কঠিন হয়েছে। লিখিত পরীক্ষায় সময় কম পেয়েছি।’’
ইফরাত জাহান জানান (নরসিংদী) বলেন, ‘‘লিখিত অংশে যে সময় দেয়া হয়েছে, তাতে ভালভাবে সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হয়নি। বাকি সব ঠিক ছিল।’’
আল হাসান মাইনুদ্দীন (লক্ষ্মীপুর) জানান, ‘‘এমসিকিউ এর সময়বণ্টন ঠিক আছে। কিন্তু অংশের সময় বণ্টন কম হয়ে গেছে। যে প্রশ্ন এসেছে, সেগুলোর জবাব দেয়ার জন্য ১ ঘণ্টা সময় দরকার ছিল। মোটামুটি কমন পড়ার পরও সময় কম থাকার কারণে সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হয়নি।’’
একই জেলার ‘খ ইউনিট’ এর পরীক্ষার্থী মো: নুরনবীও সেদিন একই অভিযোগ করেন।