জাবিতে অনুষ্ঠিত হবে তিনদিন ব্যাপী রিসার্চ ফেস্টিভ্যাল

  © সংগৃহীত

দি নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (এনআইএলএস) এর বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী রিসার্চ ফেস্টিভ্যাল।

‘১ম এনআইএলএস রিসার্চ ফেস্টিভ্যাল-২০২১’ শিরোনামে আয়োজিত এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য মূলত আইন গবেষণায় তরুণ শিক্ষার্থী ও আইন পেশাজীবীদের উৎসাহিত করা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সুদক্ষ আলোচক প্যানেলের মাধ্যমে আইন গবেষণার খুঁটিনাটি জানতে পারবেন।

আগামী ২২ অক্টোবর (শুক্রবার) অনলাইনে এই আয়োজনের উদ্বোধন করা হবে। আর ২৪ অক্টোবর পুরস্কার বিতরণী এবং ওয়েবিনারের মাধ্যমে শেষ হবে আয়োজন।

তিন দিন ব্যাপী এ আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে গবেষণা প্রবন্ধ উপস্থাপনা এবং কুইজ প্রতিযোগিতা। সেরা তিনটি গবেষণা প্রবন্ধের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার এবং নির্বাচিত গবেষণা প্রবন্ধসমূহ 'এনআইএলএস ল’ জার্নালের' পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের সবাইকে সনদপত্র দেয়া হবে।

আগ্রহীরা forms. gle/iQfN5Fnv6m5wFbBd7 এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে উৎসবে অংশ নিতে পারবেন। এছাড়া এনআইএলএস বাংলাদেশের ফেসবুক পেজে ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল' স্টুডেন্টস- বাংলাদেশ চাপ্টার ২০১৬ সাল থেকে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় প্রথমবারের মত রিসার্চ ফেস্টিভাল আয়োজন করেছে সংগঠনটি।  


সর্বশেষ সংবাদ