হলে ওঠার দাবিতে জাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

আজকের মধ্যেই হলে ওঠার ঘোষণা চান জাবি শিক্ষার্থীরা
আজকের মধ্যেই হলে ওঠার ঘোষণা চান জাবি শিক্ষার্থীরা   © টিডিসি ফটো

সশরীরে ক্লাস-পরীক্ষা চালু এবং হলে ওঠার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে প্রায় অর্ধ -শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচী থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকের মধ্যেই তাদের হলে ওঠানোর ঘোষণা দেয়ার দাবি জানান। অন্যথায় তারা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।

মানববন্ধনে ইংরেজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান বলেন, আজকে অন্য সব ব্যাচ সশরীরে ক্লাস শুরু করতে পারলেও একমাত্র ৪৯ ব্যাচকে এখনো সশরীরে ক্লাস করতে দেয়া হয়নি। এমনকি তাদের হলেও উঠতে দেয়া হয়নি। এতে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই। এই ধরনের হয়রানি আর মেনে নেয়া যায়না।

দীর্ঘদিন সরাসরি ক্লাস করতে না পেরে মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত জানিয়ে সালমান বলেন, এই চরম মানসিক এবং অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পেতে আমাদেরকে হলে উঠানোর বিকল্প নেই। আমি প্রশাসনের নিকট অনুরোধ করছি, অতি শীঘ্রই আমাদেরকে হল এবং ক্লাসে ফিরিয়ে নেয়া হোক। নতুবা আমরা যে কোন কঠোর অবস্থানের দিকে যেতে বাধ্য হবো।

দর্শন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রিফা হামিদা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। দীর্ঘদিন ধরে তাদেরকে অনলাইনে ক্লাস করতে গিয়ে নানা বাঁধা বিপত্তির শিকার হতে হচ্ছে। কারো ভালো ইন্টারনেট কানেকশন নাই, কারো ডিভাইস নাই। এমনি করেই দিন চলে যাচ্ছে আমাদের।

রিফা হামিদা বলেন, এতদিন সেসব মেনে নিয়েই অনলাইন ক্লাস করেছি। কিন্তু সামনে অনলাইন পরীক্ষা। এর জন্য প্রয়োজন ভালো মানের ইন্টারনেট সুবিধা। আমার যেসব বন্ধু প্রত্যন্ত অঞ্চলে থাকেন তারা বরাবরই ভালো ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। আর্থিক সমস্যার কারণে মেসেও থাকতে পারছেন না তারা। এ নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই, কোনো পরিকল্পনাও নেই।

আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশানকে হলে ওঠানোর ঘোষণা দেয়ার দাবি জানিয়ে রিফা বলেন, ঘোষণা দেয়া না হলে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।

তবে শিক্ষার্থীরা দাবি জানালেও হল কর্তৃপক্ষ বলছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠানো নিয়ে সিন্ডিকেটের বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে জাবি প্রভোস্ট কমিটির সভাপতি মোহা. মুজিবুর রহমান বলেন, সিন্ডিকেটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখনই হলে না ওঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শুনেছি। চেষ্টা করছি, দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে হলে ওঠানোর জন্য।      


সর্বশেষ সংবাদ