স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু জাবিতে

ক্লাসরুমে শিক্ষার্থীরা
ক্লাসরুমে শিক্ষার্থীরা  © সংগৃহীত

দীর্ঘ ১৯ মাস বন্ধের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে আজ। তবে অধিকাংশ বিভাগে একাধিক ব্যাচের পরীক্ষা চলমান থাকায় সেখানে মাত্র দু-একটি ব্যাচের সশরীরে ক্লাস নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বিভাগগুলো ঘুরে দেখা যায়, সশরীরে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিত ছিল তুলনামূলক কম। ক্লাসরুমে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে সব বিভাগে। এছাড়া তারা সামাজিক দূরত্ব মেনে বসেছে ক্লাসরুমগুলোতে।   

সশরীরে ক্লাস করতে পারা শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের আনন্দের কথা। দীর্ঘ দিন পর ক্লাস করার অনুভূতি জানিয়ে ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, আজকের এই দিনটি আমার শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। করোনায় যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল এই দিনটি আবার ফিরে আসবে এমনটা এমনটা ভাবতে পারিনি। বিভাগকে অনেক ধন্যবাদ এই দিনটি উপহার দেওয়ার জন্য। আশা করি এখন থেকে নিয়মিত সশরীরে ক্লাস করতে পারবো।

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে পেয়ে আনন্দিত শিক্ষকরাও। জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমাদের প্রাণ। তারা না থাকলে আমাদের মূল্য কোথায়?  তাদের ছাড়া এতদিন থাকাটা আমাদের জন্য অনেক কষ্টের। সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুব শীঘ্রই আমাদের ক্ষতি কাটিযে উঠতে পারবো বলে আশা করি।

তবে এই উচ্ছ্বাসের বিপরীত চিত্রও দেখা গেছে অনেক শিক্ষার্থীর মাঝে। কোন কোন বিভাগ শ্রেণিকক্ষ সংকটের অজুহাত দেখিয়ে অনলাইনেই নিয়েছে ক্লাস। যদিও শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কোন ক্লাসরুম সংকট ছিল না।

সশরীরে ক্লাস করতে না পারার আক্ষেপ জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ১৯ মাস অপেক্ষা করেছিলাম এই দিনের জন্য। কিন্তু আজ আমাদের ক্লাস করতে হল অনলাইনেই। আমরা করোনা টিকা নিয়েছি, শ্রেণিকক্ষও খালি পরে ছিল। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে কোনো বাধা ছিল না। কিন্তু তারপরও অনলাইনে ক্লাস নেয়া হল।


সর্বশেষ সংবাদ