২০ অক্টোবর থেকে খুলছে চবির কেন্দ্রীয় গ্রন্থাগার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

করোনার বন্ধ কাটিয়ে অবশেষে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার। আগামী ২০ অক্টোবর বুধবার খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেয়া হবে। শিক্ষার্থীরা আগের মত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা লাইব্রেরীতে প্রবেশ করতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে চাকসুর ক্যান্টিন ও হলের ক্যান্টিনগুলো খুলে দেয়া হবে।

এর আগে সীমিত পরিসরে ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ১৮ অক্টোবর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সবকটি হল। এছাড়া আগামী ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার নীতিগত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ