চবি ক্যাম্পাস থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫১ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জারুলতলার সামনে থেকে এ মাংসগুলো উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার প্রতক্ষ্যদর্শী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রমজান হোসেন অপু বলেন, কলা ঝুপড়ির পেছনের দিক থেকে ঝুড়িতে শসা নিয়ে আসছিল দু'জন। আমি শসা কিনতে চাই।তারপর তারা বলে এগুলো বিক্রি করা যাবে না। কারণ জানতে চাইলে সে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করার চেষ্টা করে। পরবর্তীতে আচরণ দেখে সন্দেহ হওয়াতে আমি তাদেরকে আটকাই। পরে দেখা যায় ঝুড়িতে শসার নিচে হরিণের মাংস। এসময় কিছু বলার আগেই তারা মাংস রেখে পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছি। কারা জড়িত আছে বিষয়টি আমরা দেখছি।।