অপুর মৃত্যু শ্বাসরোধে, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ PM
রাজধানীর চানখাঁরপুলের একটি বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহদী অপুর শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। তার ভিসেরা ও নেক টিস্যুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে হয় অপুর ময়নাতদন্ত। তাতে, শ্বাসরোধ ছাড়া তেমন কোন আঘাতের চিহ্ন মেলেনি বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস।
তার সহপাঠীরা জানান, প্রাণবন্ত, প্রতিবাদী ও মেধাবী অপু প্রথমবর্ষেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলো।
সাত কলেজ অধিভুক্তির প্রতিবাদে আন্দোলন, শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলন কিংবা ডাকসুর দাবিতে আন্দোলন, সবখানেই ছিলো অপুর দৃপ্ত উপস্থিতি। প্রতিবাদে শামিল হতো বলে হামলার শিকারও হয়েছে কয়েকবার।
এইচএসসিতে বরিশাল বিভাগে তার ফলাফল ছিলো শীর্ষে। ২০১১-১২ সেশনে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির পর প্রথম বর্ষে ফলাফল খারাপ হলে শিক্ষা জীবনকে এক বছরের জন্য বিরতি দিতে হয় তাকে। এ সময় সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ভালো ফল নিয়েই অনার্স-মার্স্টাস পাশ করেন তিনি। স্বপ্ন ছিলো চলচ্চিত্র নির্মাতা হবার। নানা কারণে সেই স্বপ্নে ছেদ পড়ে। উঠে পড়ে লাগেন চাকরির জন্য।
বিসিএসসহ আটটি চাকুরির পরীক্ষার সাতটিতেই প্রাথমিকভাবে উত্তীর্ণ ছিলেন। সব মিলে অপুর আত্মহত্যার কোন যুক্তি খুঁজে পাচ্ছেন না বন্ধু ও স্বজনরা।