রাবিতে উপাচার্যের দায়িত্বে অধ্যাপক সুলতান-উল- ইসলাম
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৪:১৫ PM , আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৪:১৫ PM
উপ উপাচার্য দায়িত্ব গ্রহণের একদিন পরেই রুটিন উপাচার্যের দায়িত্ব পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু।
রবিবার (১৮ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-ই -ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক সুলতান-উল-ইসলামকে এ দায়িত্ব দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উপ-উপাচার্য দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক সুলতান-উল- ইসলাম। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা, ফাইন্যান্স কমিটির সভা, একাডেমিক কমিটির সভা, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা ও শিক্ষার্থীদের মূল সনদে স্বাক্ষর করতে পারবেন।
এর আগে গত ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম। পরে ১৭ জুলাই সকাল ১১ টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু। যোগদানের পর থেকেই মুক্তিযোদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন তিনি।
অধ্যাপক টিপুর শশুর জয়নাল আবেদীন একজন ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহযোগী। তিনি মুক্তিযুদ্ধের সময় ৩নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়াও অধ্যাপক টিপুর মেজো ভগ্নিপতি মুক্তিযোদ্ধা মরহুম আক্কাছ আলী মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অঞ্চলে পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন।
২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় বেআইনীভাবে গ্রেফতারকৃত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন এবং রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তি আন্দোলন ও আইনী লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখেন এই অধ্যাপক। এছাড়া বিশ্ববিদ্যালয় তথা জাতীয় পর্যায়ের সকল গণতান্ত্রিক আন্দোলনে সব সময় সক্রিয় ছিলেন অধ্যাপক টিপু।