শাবিপ্রবির গবেষণাখাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৪৩ শতাংশ

শাবিপ্রবির গবেষণাখাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৪৩ শতাংশ
শাবিপ্রবির গবেষণাখাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৪৩ শতাংশ  © ফাইল ফটো

গবেষণাখাতে ৪৩ শতাংশ বরাদ্দ বৃদ্ধিসহ ২০২১-২২ অর্থবছরের সর্বমোট ১৪৯ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে গতবছরের তুলনায় এ বছর বরাদ্দ কমেছে ১কোটি ৪৪ লাখ টাকা। সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আগামী একবছরের জন্য বাজেটে বেতন-ভাতাদি খাতে ৯২ কোটি ৬০ লাখ টাকা, পণ্য ও সেবা খাতে ৩৪ কোটি ৬০ লাখ, গবেষণা খাতে ৬ কোটি, যানবাহন খাতে ১কোটি ৭৯ লাখ, পেনশন খাতে ৩ কোটি ৫২ লাখ, যন্ত্রপাতি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯ কোটি ৯৬ লাখ, অন্যান্য অনুদান ও মুলধন খাতে ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গবেষণার ক্ষেত্রে ২০২০ সালে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ২০২০ সালে গবেষণা নিবন্ধসহ ৮ হাজার ১৪০টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশ করেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো। প্রকাশের ক্ষেত্রে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে অবস্থান ছিলো শাবিপ্রবির।


সর্বশেষ সংবাদ