মেডিকেল কলেজের ১ম বর্ষের ক্লাস শুরু ১ আগস্ট

ভার্চুয়ালি এই উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
ভার্চুয়ালি এই উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  © ফাইল ফটো

আগামী ১ আগস্ট ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হবে। ওইদিন বেলা ১১টায় ভার্চুয়ালি এই উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তথ্যমতে, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় এক লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গত ৪ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে ৪৮ হাজারেরও বেশি শিক্ষার্থী পাস করেন। এরপর আলাদা আলাদা সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। সর্বশেষ গত ৩০ জুন বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি আবেদন শেষ হয়। 

এদিকে, আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আগামী ১ আগস্ট ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অংশগ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ অবস্থায় ১ম বর্ষের ক্লাস ‘ভার্চুয়াল’ উদ্বোধন অনুষ্ঠান ওইদিন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ