চবি ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ ছিল ‘পরীক্ষামূলক’
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৬:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২১, ০৭:৩৮ PM
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এখনও ভর্তি পরীক্ষা দেয়নি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আমার ও বন্ধুদের ভর্তির ফলাফল দেখা যাচ্ছে”। আজ সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নুরুল হুদা নামে কিশোরগঞ্জ থেকে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী উৎকণ্ঠার স্বরে এ তথ্য জানায়।
শুধু নুরুল হুদা নয়, দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার কথা লিখছেন অনেক ভর্তিচ্ছু। আবার কেউ কেউ ‘ব্যঙ্গ-বিদ্রুপ’ করেও লিখছেন, “এটা অটো ভর্তি পরীক্ষা!”।
পরে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে চবির সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশটি ছিল ‘পরীক্ষামূলক’। ইতোমধ্যে (সন্ধ্যার দিকে) ভর্তির ওয়েবসাইটের সার্ভার পুনরায় বন্ধও করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চবির আইসিটি সেলের পরিচালক ড. মো. খাইরুল ইসলাম।
এর আগে, দুপুরের দিকে চবির ভর্তি ওয়েবসাইটে আকস্মিকভাবে ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া গেলে পরে তা ফেসবুকের বিভিন্ন গ্রুপে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থীদের মধ্যে তা নিয়ে উৎকণ্ঠা দেখা যায়। নুরুল হুদা নামে ভর্তিচ্ছু শিক্ষার্থী নুরুল হুদা জানায়, ভর্তির আবেদনের পর ওয়েবসাইটে একটা প্রোফাইল থাকে। এখনওতো পরীক্ষায় হয়নি। তবে ওয়েবসাইটের প্রোফাইলে ‘এক্সাম রেজাল্ট’ নামে একটি অপশন আছে। সেখানে গেলে মেরিট পজিশন এবং কোন সাবজেক্টে কত মাকর্স পেয়েছি তা দেখাচ্ছে। আসলেই বিষয়টি কী হয়েছে তা জানতে চাই।
এদিকে, দুপুরের পর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিষয়টি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার কথা তুলে ধারছেন অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ‘ব্যঙ্গ-বিদ্রুপও’ করেছেন। সৌরভ হাসান নামে একজন লিখেছেন, এটাকে কি অটো পরীক্ষার্থী বলে নাকি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম না অথচ নাম্বার চলে এসেছে। তাও আবার মেরিট লিস্টে ১০ম স্থান দেখাচ্ছে।
এ ব্যাপারে সন্ধ্যায় চবির আইসিটি সেলের পরিচালক ড. মো. খাইরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা পরীক্ষামূলক কিছু ডাটা দিয়ে আমাদের সার্ভার যাচাই করেছিলাম। এটা কোনো সমস্যা নয়। যাচাই শেষে আমরা এখন সার্ভার পুনরায় বন্ধ করেও দিয়েছি।