রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে জীব বৈচিত্র্য সংরক্ষণ সেমিনার

পপুলার সায়েন্স টক উইথ আরইউএসসি অনুষ্ঠানের ব্যানার
পপুলার সায়েন্স টক উইথ আরইউএসসি অনুষ্ঠানের ব্যানার  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘বাঁচার জন্য জীব বৈচিত্র্য সংরক্ষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ‘পপুলার সায়েন্স টক উইথ আরইউএসসি’ নামে একটি ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুন। এছাড়া স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রাবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক বলেন, ‘বিজ্ঞানকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর নামে বাস চালু করা হয়েছে যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চা করতে পারবে।’

সেমিনারটিতে আরও ছিল টেন মিনিট কুইজ। কুইজে অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয়েছে ই-সার্টিফিকেট। কুইজের বিজয়ীরা হলেন এস এম মুবাশ্বির আহমেদ ফুয়াদ (কারমাইকেল কলেজ, রংপুর), ফয়সাল মিয়া (রাবি) এবং দিদাত আহমেদ (চুয়েট)। অনুষ্ঠানে অংশ নেন ১২০ জনের বেশি শিক্ষার্থী।

‘পপুলার সায়েন্স টক উইথ আরইউএসসি’ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন।


সর্বশেষ সংবাদ