ঢাবি ক্যাম্পাসে প্রশাসনের মাদকবিরোধী অভিযান

মাদক, সন্ত্রাস ও মৌলবাদমুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্র সমাবেশ
মাদক, সন্ত্রাস ও মৌলবাদমুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্র সমাবেশ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৫ জুন) দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, ঢাবি ছাত্র হাফিজুরের মৃত্যুর সঙ্গে ভয়ঙ্কর মাদকের সংশ্লিষ্টতা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা ও প্রক্টরিয়াল টিম যৌথ অভিযান পরিচালনা করে।

পড়ুনঃ জজকোর্টেও জামিন পাননি ছাত্র অধিকারের আখতারসহ তিন জন

এ সময় বহিরাগতসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী মাদকসেবনকালে ধরা পড়ে। এরমধ্যে বেশ কয়েকজনকে থানায় নেওয়া হয়। বাকিদের অভিভাবকের সঙ্গে কথা বলে ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুর রহিম বলেন, মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়েছে।  


সর্বশেষ সংবাদ