হল বন্ধ রেখেই রাবিতে পরীক্ষা শুরু ২০ জুন

রাবি
রাবি  © ফাইল ছবি

আবাসিক হল বন্ধ রেখেই আগামী ২০ জুন থেকে আটকে থাকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে হওয়া পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, করোনার দীর্ঘমেয়াদি প্রভাবে শিক্ষার্থীদের মানসিক দিক বিবেচনার পাশাপাশি দীর্ঘ সেশনজট নিরসনের লক্ষ্যে শিক্ষা কার্যক্রম অগ্রগতি ফেরাতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটা শেষ হলে পরবর্তী বর্ষ এভাবে প্রত্যক বর্ষের ধারাবাহিক ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো সশরীরে শুরু হবে আগামী ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষাগুলো স্ব স্ব বিভাগগুলো আগামী ৪ জুলাই থেকে নিতে পারবে। তবে বিভাগ কবে পরীক্ষা নেবে তা নিজেরা ঠিক করবে বলে জানান তিনি।

হল খোলার বিষয়ে জানতে চাইলে উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হল খোলা এমুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে অবস্থা বিবেচনা পরবর্তীতে আমরা এবিষয়ে সিদ্ধান্ত নেব।

এরআগে, গত কয়েকদিন ধরে হল-ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত সকলের টিকা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলতে হবে। তাছাড়া ধারাবাহিক আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

উল্লেখ্য, করোনার দীর্ঘ ছুটির ফলে প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ফলে দীর্ঘ সেশনজটের মুখে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।
তাদের কথা বিবেচনা করে সশরীরে অথবা অনলাইনে পরীক্ষা সম্পন্ন করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেন বিশ্বিবদ্যালয় মঞ্জুরী কমিশন।


সর্বশেষ সংবাদ