টেকহোম পদ্ধতিতে ঢাবির পরীক্ষা নেওয়ার দাবি শিক্ষার্থীদের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জুন ২০২১, ০২:১০ PM , আপডেট: ০৩ জুন ২০২১, ০২:১০ PM
স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে করোনা পরিস্থির কারণে হল খুলে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা থাকায় পরীক্ষা টেম হোম পদ্ধতিতে নেওয়ার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের টিকা দান সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে হবে। পূর্বে স্থগিত যেসব পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে, সেগুলো ১৫ই জুন থেকে নিতে হবে। ফাইনাল পরীক্ষার্থীদের জন্য টেম্পোরারি একোমোডেশন' হিসাবে হল খুলে দিয়ে পরীক্ষা নিতে হবে। হলে সিটের সংখ্যা বিবেচনায় এক বা দুইটি সেশন একসাথে হলে উঠিয়ে (টেম্পোরারি একোমোডেশন) ১লা জুলাই থেকে তাদের পরীক্ষা নিতে হবে।
সেক্ষেত্রে অবশ্যই যতোটুকু সিলেবাস শেষ করা হয়েছে, তার উপর রিভিউ ক্লাস নিতে হবে (অনলাইন কিংবা অফলাইনে) এবং সম্পন্নকৃত সিলেবাসের মধ্য থেকেই পরীক্ষার প্রশ্ন নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক বিশেষজ্ঞ শিক্ষক রয়েছেন যাদের সমন্বয়ে একটি উপ-কমিটি গঠন করে দ্রুতই একটি সুষ্ঠু পরিকল্পনামাফিক ধাপে ধাপে পরীক্ষার্থীদের হলে রেখে পরীক্ষা নেয়া ব্যবস্থা করতে হবে।
ইউজিসি'র ঘোষণা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে টিকা দান কার্যক্রম শুরু করতে হবে। পরীক্ষা চলমান অবস্থাতেই পর্যায়ক্রমে প্রথম ডোজ এবং সময়মত দ্বিতীয় ডোজ টিকা দিয়ে 'ইমিউনিটি গ্রোথ স্টেজ পার হওয়ার পর শিক্ষার্থীদের জন্য স্থায়ীভাবে হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই, সকল ধরনের স্বাস্থ্যবিধির নিশ্চিত করে হল খুলে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হোক। করোনা পরিস্থিতির কারণে যদি হল না খোলা যায় তাহলে তাহলে হোম টেক পদ্ধতিতে পরীক্ষা নেয়া হোক। ইতিমধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা টেক হোম পদ্ধিতে সম্পন্ন করেছে। টেক হোম পদ্ধতিতে একজন শিক্ষক সময় বেঁধে পরীক্ষার প্রশ্নটি দিয়ে দিবেন শিক্ষার্থীরা তাদের বাসায় প্রশ্নের উত্তর লিখে সেই সময়ের মধ্যে স্যারের কাছে জমা দেবেন।
পরবর্তী কর্মসূচি ধাপে ধাপে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দিয়ে পরীক্ষা নিতে এবং অবিলম্বে শিক্ষার্থীদের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার দাবিতে আগামী ৬ জুন সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন তারা।