২৫ মে ২০২১, ০৮:০৫

হল-ক্যাম্পাস খোলার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন আজ

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এর আগে একই দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সোমবার মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন 'অবিলম্বে হল খোলা চাই' আন্দোলনের শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের সব কিছুই স্বাভাবিক রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল খোলা রাখা হয়েছে। তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হয়েছে? অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দিতে হবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় এই ছুটি বাড়ানো হয়েছে। মাঝে সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সেটি সম্ভব হয়নি। আগামী ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ শেষ হবে।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী