২৪ মে ২০২১, ২২:৩৭

হাফিজুরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি ছাত্রলীগের

বাংলাদেশ ছাত্রলীগের লোগো  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি গঠনের দাবি করা হয় এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশেরও দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- 

১. হাফিজুরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের এবং মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে।

২. ঘটনার আগমুহূর্তে হাফিজুরের সঙ্গে যে বন্ধুরা ছিল, তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

৩. হাফিজুরের লাশ নিয়ে পুলিশ সদস্য ও ঢাকা মেডিক্যাল কলেজকে দায়িত্বে অবহেলার জবাব দিতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কী পদক্ষেপ নেবে সেই নকশা প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: গায়ে ডাকসুর টি-শার্ট, তবুও ঢাবি ছাত্র হাফিজের লাশ ‘বেওয়ারিশ’

এ ছাড়াও হাফিজুরের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন করে ছাত্রলীগ। সেখানে অংশ নিয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের কীভাবে মৃত্যু, তা চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থাকবে ৷ তিনি এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

রবিবার (২৩ মে) রাতে ঢাকা মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র হাফিজুরের লাশ পাওয়া যায়। পুলিশ দাবি করেছে- নিজেই গলায় দা চালিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।