রাবি বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

রাবি বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি
রাবি বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি  © টিডিসি ফটো

তাজরিন মেধাকে সভাপতি ও খুশিতা রহমান জানভিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অনলাইনে আয়োজিত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নবনীতা বিশ্বাস, সহ-সভাপতি তাসমিয়া হক, যুগ্ম সম্পাদক তাসরিন প্রীতি, সাংগঠনিক সম্পাদক নাবিলাহ হক সিমিন, বিতর্ক ও কর্মশালা সম্পাদক ফারহানা তাবাসসুম, দপ্তর সম্পাদক জেরিন জিসা, অনুষ্ঠান পরিচালনা সম্পাদক মোবাশশিরা মীম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আয়েশা মালিহা মাহফুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারিয়া বিনতে মতিন, জনসংযোগ বিষয়ক সম্পাদক মিথিলা খাতুন এবং অর্থবিষয়ক সম্পাদক নাজমুন নাহার।

এর আগে অনলাইনে আয়োজিত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথমস্থান অধিকার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা সাকি, দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বশিরুননিসা অনন্যা ও তৃতীয় স্থান অধিকার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ।

এছাড়া সমগ্র প্রতিযোগিতায় সর্বাধিক জনপ্রিয় বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশশিরা মীম ও ঊম্মে সুমাইয়া পরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.সাদেকুল আরেফিন মতিন, বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সভাপতি ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ