বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাবি ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা, নীরবতা পালন

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাবির ভারপ্রাপ্ত উপাচার্য
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাবির ভারপ্রাপ্ত উপাচার্য  © টিডিসি ফটো

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মদিবস শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. মোবাররা সিদ্দিকা, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. জাহানুর রহমান ও অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ বিভিন্ন বিভাগের সভাপতি, বিশিষ্ট শিক্ষকেরা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: একজন আবদুস সোবহান ও রাবির দুই মেয়াদের উপাচার্য

এ ছাড়াও এদিন বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এবং শহীদ ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের করেন নবনিযুক্ত উপাচার্য।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (৬ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের ৪ বছর মেয়াদপূর্তি হওয়ায় উপাচার্য পদ থেকে বিদায় নেন তিনি। ফলে সেদিনই রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক আদেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ