শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন ঢাবির সাবেক ভিসি

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক  © ফাইল ছবি

আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মতামত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শনিবার (১৪ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এটি সরকারকে চিন্তায় ফেলেছে যে এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ঠিক হবে কি না।'

এ সময় তিনি আরো বলেন, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পেছনে যুক্তি ছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে কী বলেন সে অনুযায়ী সরকারকে ব্যবস্থা নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যৌক্তিক কারণে। শিক্ষার্থীদের কোনো ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না। তাই সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অভিভাবকরাও মনে করেন এ পরিস্থিতিতে বন্ধ রাখাই যৌক্তিক।

বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আবাসিক শিক্ষার্থী এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার সংক্রমণ বাড়তে থাকলে আর সঠিক সময়ে যদি শিক্ষা সংশ্লিষ্টদের টিকাদান কার্যক্রম শেষ করা না যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কতটুকু যৌক্তিক তা নিয়ে আবার বিবেচনার প্রয়োজন রয়েছে। সতর্কতার সঙ্গে এ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।


সর্বশেষ সংবাদ