সাত কলেজের হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে সমাবেশ

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা  © সংগৃহীত

আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর নীলক্ষেত মোড়ে এই দাবিতে সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কিছুদিন পূর্বে স্থগিত পরীক্ষা অব্যাহত রাখা ও হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে আন্দোলন করছিলেন তারা। চলমান পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত আসলেও হল-ক্যাম্পাস বন্ধই রাখা হয়েছে। হল-ক্যাম্পাস বন্ধ থাকলেও তাদের ফরম ফিলাপ চলমান রয়েছে। একদিনের কাজ করতে তিন/চার দিন লেগে যাচ্ছে। ফলে অনেকেই বিপাকে পড়ছেন।

তারা আরও বলেন, হঠাৎ করে দুই বর্ষের পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের দেশের বিভিন্ন এলাকা থেকে এসে মেসে ভাড়া করে থাকতে হচ্ছে। কিন্তু হল খুলে দেওয়া হচ্ছে না। হল বন্ধ থাকলেও নেওয়া হচ্ছে হল ফি। সমাবেশে বক্তব্য দেন ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, ইডেন কলেজের শিক্ষার্থী সায়মা প্রমুখ।


সর্বশেষ সংবাদ