তিন দাবিতে আগামীকাল সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১০:৪৯ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২১, ১০:৪৯ PM
বিশেষ পরীক্ষার মাধ্যম অকৃতকার্য শিক্ষার্থীদের পরের বর্ষে প্রমোশন, সিলেবাস সংক্ষিপ্ত করাসহ ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেত মোড় এলাকায় এ কর্মসূচি শুরু হবে।
কবি নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগরে দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী আতিক হাসান শুভ বলেন, আমরা আমাদের এসব দাবি নিয়ে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা কোন সামধান পাচ্ছি না। তারা আশ্বাস দিয়েই আমাদেরকে বসিয়ে রেখেছেন। উপায় না পেয়ে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করেছি।
সাত কলেজ শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
১. অনার্স ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সেশনের করোনাকালীন দিক বিবেচনা করে এবং দীর্ঘ ১১ মাস পর ফলাফল প্রকাশে বিলম্বিত হওয়ায় ৩ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে বিশেষ পরীক্ষার মাধ্যমে সুযোগ দেওয়া হোক। নয়তো শিক্ষার্থীদের জীবন থেকে ২ (দুই) বছর নষ্ট হয়ে যাবে।
২. করোনাকালীন সময় বিবেচনা করে সিলেবাস সংক্ষিপ্ত করন এবং পরীক্ষার প্রশ্ন নাম্বার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। তা না হলে সময় ২ ঘন্টার পরিবর্তে ৪ ঘন্টা করতে হবে।
৩. সেমিস্টার পদ্ধতি চালু করতে হবে এবং প্রায় ৯ মাস হয়ে যাওয়ার পরেও ১৮-১৯ সেশনের বিজ্ঞান বিভাগের কোনো রেজাল্ট প্রকাশিত হয়নি। তবুও কীভাবে ভর্তির তারিখ দেওয়া হলো এটা স্পষ্ট করতে হবে।
আতিক হাসান শুভ বলেন, এর আগেও আমরা আমাদের কবি নজরুল কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। কিন্তু আমরা মূল সমাধান পাচ্ছি না। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই আগামীকাল নীলক্ষেত মোড়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিতে সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।