রাজিয়া নাসের তাঁর কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য

ছবিতে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও মিসেস রাজিয়া নাসের
ছবিতে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও মিসেস রাজিয়া নাসের  © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের-এর সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি মিসেস রাজিয়া নাসের-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, মিসেস রাজিয়া নাসের ১৯৭৫ পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের নিয়ে নানাবিধ প্রতিকূলতা মোকাবিলা ও অপরিসীম ত্যাগ স্বীকার করেছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক হিসেবে সর্বদা পাশে ছিলেন মমতাময়ী এই মহিয়সী নারী। একই সময়ে তিনি বঙ্গবন্ধু পরিবারকে ঐক্যবদ্ধ রাখা, দেখাশোনা করাসহ সব ধরনের সহযোগিতা প্রদান করেন। ১৯৭৫ পরবর্তী সময়ে মিসেস রাজিয়া নাসের যে ত্যাগ স্বীকার করেছেন এবং বঙ্গবন্ধু পরিবারের পাশে থেকে যে সর্বাত্মক সহযোগিতা করেছেন এজন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মিসেস রাজিয়া নাসের গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।


সর্বশেষ সংবাদ