জাবিতে এমফিল ও পিএইচডি কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতিতে থমকে যাওয়া এম.ফিল ও পিএইচ.ডি কার্যক্রমের সময়সীমা একবছর বৃদ্ধি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা ভাইরাস মহামারিতে যে সকল শিক্ষাবর্ষের এম.ফিল ও পিএইচ.ডি গবেষকদের গবেষণার সময়সীমা গত ৩০ জুনে শেষ হয়েছে তাঁদের গবেষণার সময়সীমা আগামী ৩০ জুন ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

আজ রোববার (১৫ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষাপর্ষদের বিশেষ সভার সুপারিশ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এম.ফিল ও পিএইচডি-এর বিষয়ে উপর্যুক্ত সংশোধিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উদ্ধৃত করা হয়, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এম.ফিল ও পিএইচডি’র সেমিনার উপস্থাপন, মৌখিক পরীক্ষা এবং থিসিস ডিফেন্স অনলাইনে অথবা স্বাস্থ্য বিধি মেনে সরাসরি উপস্থিতিতে নেয়া যাবে। সেমিনার অনুষ্ঠানের বিষয়টি বিভাগীয় শিক্ষকদের অবহিত করতে হবে।

এছাড়া সরাসরি উপস্থিতির ক্ষেত্রে সুপারভাইজার এবং বিভাগীয় উচ্চতর শিক্ষা কমিটির সদস্যগণ সেমিনারে উপস্থিত থাকবেন এবং অন্যান্য শিক্ষকগণের সরাসরি অথবা অনলাইনে অংশগ্রহণের সুযোগ থাকবে।


সর্বশেষ সংবাদ