উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তদন্তে নতুন কমিটি গঠনের দাবি

উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান
উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়ে ইউজিসি গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন বাতিলের দাবি উঠেছে। একইসঙ্গে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও ক্যাম্পাসে এসে তদন্ত করার দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এর আগে তদন্ত ও গনশুনানি বন্ধের দাবিতে গনস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়।

ছাত্রলীগের কয়েকজন নেতা এ কর্মসূচীর নেতৃত্ব দিলেও তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কয়েজন শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষে ব্যক্তিগত সচিব মোখলেছুর রহমান গনস্বাক্ষরসহ নথিপত্র গ্রহণ করেছেন।

রেজিস্ট্রার বরাবর দেয়া আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক উপাচার্য অধ্যাপক মিজানউদ্দীন প্রশাসনের দূর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত কিছু শিক্ষক অধ্যাপক আব্দুস সোবহানের বিরুদ্ধে ইউজিসিতে অভিযোগ করেছেন। সেই সাপেক্ষে ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে। ইউজিসির সেই তদন্ত কমিটির তদন্ত বন্ধের দাবি জানাচ্ছি।

তদন্ত শেষ হয়েছে কিন্তু এখন কেনো এই দাবি সে বিষয়ে জানতে চাইলে গনস্বাক্ষর কর্মসূচীর সমন্বয়ক ও রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিন বলেন, আমরা তদন্ত কমিটির কার‌্যক্রম বন্ধের দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচী শুরু করি। তবে এরই মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আমাদের কর্মসূচী শেষ হওয়ায় নথিগুলো জমা দিয়ে নতুন ৩টি দাবি জানিয়েছি।

দাবিগুলো সম্পর্কে মাহফুজ আল আমিন বলেন, প্রথমত দূর্নীতির পক্ষে আমরা নই। যেহেতু দূর্নীতির অভিযোগ উঠেছে সেহেতু একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে আবার তদন্ত হোক। পূর্বের তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ থাকায় সে কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন বাতিল করতে হবে। দ্বিতীয়ত, নতুন তদন্ত কমিটি অবশ্যই ক্যাম্পাসে এসে তদন্ত করবে। আরেকটি বিষয় উপাচার্যের উচ্চ মর্যাদার কাউকে দিয়ে এই তদন্ত করতে হবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত কর্মসূচীতে ১৫৭৬ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।

কর্মসূচিতে ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিনের নেতৃত্ব সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা তৌফিক মোর্শেদ, গোলাম সারওয়ার, ফারুক হাসান, নিসান আল হাসান, তামাম মেহেদী শাকিল, সোহাগ বিল্লাহ, সাব্বির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ