ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি চবি

চবির ভর্তি পরীক্ষা নিয়ে ফেসবুকে প্রচারিত একটি স্ট্যাটাস
চবির ভর্তি পরীক্ষা নিয়ে ফেসবুকে প্রচারিত একটি স্ট্যাটাস  © সংগৃহীত

ভর্তি পরীক্ষার এখনো নির্দিষ্ট তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘোষণা করেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখটিও সঠিক নয়। আজ সোমবার রাতে ফেসবুকে ‘২৭ মার্চ চবির ভর্তি পরীক্ষা’ শীর্ষক গুজব ছড়িয়ে পড়লে প্রক্টর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এরকম নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে এখনও নেই। ফেসবুকে যে তারিখ ছড়িয়ে পড়েছে তা ভুয়া হতে পারে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভর্তি পরীক্ষার তারিখে নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানিয়েছেন।

এদিকে এদিন সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে প্রচার হয়ে আসছে। অনেক শিক্ষার্থী বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়েছেন। অনেকে আবার প্রচার হওয়া তারিখের বিষয়ে যে সোর্স ব্যবহার করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

চবির ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে একটি ফেসবুক গ্রুপে বলা লেখা হয়েছে, ‘‘ব্রেকিং নিউজ। চবির ভতি পরীক্ষা ২৭ মার্চ। সূত্রঃ Ontaheen.com। বি.দ্রঃ সি ইউনিট যারা পরীক্ষা দিবে তারা চাইলে ফ্রি ক্লাস করতে পারবে।’’

তবে এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব না কমলেও আগের মতো সরাসরি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় স্নাতক প্রথম বর্ষে (২০২০-২১) ভর্তি পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। চবিতে গতবার ছিল ১২০ নম্বরের পরীক্ষা। যার ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন, এবারও ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হবে। অবশ্য বাকি ২০ নম্বর কীভাবে যুক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, কোথায় হবে- এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সব অনুষদের ডিন এবং বিভাগের সভাপতিরা উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ