না ফেরার দেশে চবির সাবেক অধ্যাপক তৌহিদ ওসমান

অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান
অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কামরুল হোসাইন। তিনি বলেন, ড. খান তৌহিদ ওসমান মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে গ্রামের বাড়ি কাপাসিয়ায় দাফন করা হবে।

অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে যোগদান করেন।

তিনি জীববিজ্ঞান অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গবেষক হিসেবে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর লেখা বেশ কয়েকটি বই শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বেশ সমাদৃত। ইউজিসি পদকেও ভূষিত হয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ