ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে চ্যালেঞ্জে পড়বে ঢাবি

  © ফাইল ফটো

অনলাইনে নয়, আগের নিয়মে সশরীরে স্নাতক ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে এবার ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। কোভিড-১৯ বাস্তবতায় বিভাগীয় শহরে এবার পরীক্ষা নেয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেও বিশেষজ্ঞরা বলছেন, প্রশ্নফাঁস রোধে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে প্রশাসনকে। এক্ষেত্রে অন্যান্য বারের তুলনায় এবার কয়েক গুণ কঠোর হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই এর মূল দায়িত্ব নিতে হবে।

সূত্রমতে, দেশে চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়া অনেক বড় চ্যালেঞ্জ। অনলাইনে নাকি সশরীরে? আগের মতোই হবে নাকি সমন্বিত পদ্ধতি? এখনো পর্যন্ত শুধু, ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে পেরেছে, তারা নিজস্ব পদ্ধতিতে সশরীরে ভর্তি পরীক্ষা নেবে। তবে সেটা বিভাগীয় শহরের অনুষ্ঠিত হবে বলে মত দিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) ডিনস কমিটির বিশেষ সভায় এ মত দেন তারা। তবে ডিনস কমিটির এই মতামত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার পর চূড়ান্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে এ পরীক্ষার আয়োজন করা হলে কতটা স্বচ্ছ হবে দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান কোভিড-১৯ বাস্তবতায় এই সিদ্ধান্তের বিকল্প ছিল না। তবে প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, বিভাগীয় শহরে পরীক্ষা হলেও নিজেদের শিক্ষকদের দায়িত্ব দেয়ার কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার বিষয়টি আসলে এ ধরনের ঝুঁকির কথা আসে। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে প্রশ্নপত্র ফাঁস হয় না, তেমন তো  না।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, যেসব জায়গায় রিস্ক রয়েছে সেখানে আমরা শিক্ষকরা থাকব।


সর্বশেষ সংবাদ