মুক্তিযুদ্ধের খ্যাতিমান গবেষক ছিলেন রশীদ হায়দার: ঢাবি ভিসি

ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও রশীদ হায়দার
ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও রশীদ হায়দার  © ফাইল ফটো

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রশীদ হায়দার গতকাল মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার এক শোকবাণীতে ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রশীদ হায়দার ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক একজন খ্যাতিমান গবেষক ও সাহিত্যিক। অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন এই বিজ্ঞ ব্যক্তি মহান মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য গবেষণাকর্ম করেছেন। তার মৃত্যুতে জাতি শুধু একজন বিশিষ্ট লেখক ও গবেষককে হারায়নি বরং একজন ভালমানুষকে হারালো।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে তিনি যে গবেষণাকর্ম সম্পন্ন করেছেন তা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বরূপ সন্ধানে উৎসাহিত করবে। গবেষণাকর্ম ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।


সর্বশেষ সংবাদ