অনশনস্থল থেকে হাসপাতালে ঢাবি ছাত্রী

অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন
অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন  © ফাইল ফটো

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুনসহ ধর্ষণের মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। ফলে তাকে রাজু ভাস্কর্য থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। বিষয়টি নিশ্চিত করে তার সহপাঠী সাবেকুন্নাহার তামান্না জানান, অনশনের কারণে বেশ দুর্বল হয়ে পড়েছে সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

এর আগে গত বৃহস্পতিবার অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী শুক্রবার রাতে দুর্বল হয়ে পড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। অনশনকারী ওই ছাত্রী ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত।

গত ২১ ও ২৩ সেপ্টেম্বর ঢাকার লালবাগ ও কোতোয়ালি থানায় ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযোগে হাসান, নুর ও তার চার সহযোগীর বিরুদ্ধে দুটি মামলা করেন তিনি। তবে মামলা দায়েরের দুই সপ্তাহ পরও আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অনশনে বসেন ওই ছাত্রী।


সর্বশেষ সংবাদ