বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়েও মাদকের আড্ডা
- মোতাহার হোসেন, ঢাবি
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৭:২৫ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২০, ০৮:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাদকের রমরমা ব্যবসা কিংবা সেবনের আসর— এসব নতুন কিছু নয়। তবে বন্ধ ক্যাম্পাসে এসব কর্মকাণ্ড আরও বেড়ে গেছে। গত এক মাসে এ ধরনের অভিযোগে ১৬ জনকে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্রমতে, করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় রাতেতো বটেই, বিকেল ও সন্ধ্যায়ও শহীদ মিনার, কার্জন হল, টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসে মাদক সেবনের আসর। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থী ও ছাত্রনেতারা জড়িত বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গতিবিধির প্রতিও কড়া নজর রাখা হচ্ছে। এছাড়াও ক্যাম্পাসে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাবের মধ্যে মার্চের মাঝামাঝি থেকে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশে কড়াকাড়ি এবং বিভিন্ন ফটক বন্ধ রাখলে পরবর্তীতে তা শিথিল করে দেয়া হয়। বর্তমানে শুধু নীলক্ষেতের ফটক বাদে সবদিক দিয়ে অবাধে বহিরাগত যান চলাচল করতে পারে। আর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নেই কোন বিধিনিষেধ। শুধু মাদক সেবন নয়, গত একমাসে মাদক সেবন করে ক্যাম্পাসে বেপরোয়াভাবে যান চলাচল করায় একটি কার দুর্ঘটনায় পতিত এবং অপর একটি আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যাম্পাসে যে কোনো ধরনের মাদকদ্রব্য বহন এবং বিপণন নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তাগিদ পেয়েছি। আমাদের প্রত্যাশা, ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় থাকবে। তাই আমরা চাই মাদকসেবী এবং মাদক কারবারীরা যেন আমাদের ক্যাম্পাসকে তাদের কাজের স্থল হিসেবে ব্যবহার না করে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।
ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণে আনার সাথে সাথে বহিরাগত নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করেন তিনি বলেন, বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম নিয়ন্ত্রণে ইতোমধ্যে টহল অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। নিয়মিত মাইকিং করে নির্দিষ্ট সময়ের পরে বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে। করোনাকালীন কারো মাস্ক না থাকলে তাদেরকেও ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে। এই মহামারীর সময়ে আমাদের স্লোগান হলো- ‘আমি ভালো থাকি, আপনাকেও ভালো রাখি’।
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে ঢাবি প্রক্টর বলেন, মাদকসক্তি একটি সামাজিক ব্যাধি। তাই সামাজিকভাবেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য সবার আন্তরিকতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় ও শাহবাগ থানার তথ্যমতে, গত মাসে বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে ১৯ জনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ছিলো। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ছিলেন। তাছাড়া রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দু’জন ও তাদের সাথে থাকা এক বন্ধু। অন্যদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুটি ভিন্ন ইনস্টিটিউটের দু’জন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং বাকি ৭ জন বহিরাগত।
এদিকে, মাদক সংশ্লিষ্টায় গ্রেফতার ও আটক হওয়াদেরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ প্রশাসন। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের প্রতি কড়া নজর রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেকোনো সময় আইনশৃংখলা রক্ষা বাহিনীর মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযানে নামবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সূত্রমতে, বর্তমানে চার ধরনের লোক ক্যাম্পাসে মাদকের সাথে যুক্ত। এদের মধ্যে রয়েছে পেশাজীবী। বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু কর্মচারীও রয়েছেন। বিশেষ করে চতুর্থ শ্রেণির কিছু চিহ্নিত কর্মচারী ক্যাম্পাসে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন সময় সুযোগের চেষ্টা করে থাকে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ কিছু ব্যক্তি এবং ক্যাম্পাসের ভ্রাম্যমাণ দোকান, হকার এবং কিছু কিছু রিকসাচালকের মাদকের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ রয়েছে। এছাড়াও মাদকের সাথে যুক্ত রয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। এদের মধ্যে যেমন মাদকসেবী রয়েছে, তেমনি রয়েছে মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরাও। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের যারা মাদকাসক্ত তাদেরকে কাউন্সিলিংয় করতে বিশ্ববিদ্যালয়ের হল এবং বিভাগের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় পর্যায়ে তাদের কাউন্সিলিং করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
গত মাসে মাদকসেবনের স্পট হিসেবে চিহ্নিত ক্যাম্পাসে চারটি জায়গায় ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযান চালিয়েছে। এসব স্থান বিশ্ববিদ্যালয়ের নজরদারিতে থাকবে। এছাড়া ভবিষ্যতেও সেখানে অভিযান পরিচালনা করা হবে। এসব স্থানের মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের একটি নির্দিষ্ট জায়গা, শহীদ মিনার এলাকা, টিএসসি এলাকা এবং কার্জন হল এলাকা। এছাড়াও ক্যাম্পাস খোলা থাকা অবস্থায় বিভিন্ন হলের ছাদে মদ-গাঁজা খাওয়ার তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে। ক্যাম্পাস খোলা হলে সেখানেও আকস্মিক অভিযান চালাবে বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে ক্যাম্পাস থেকে মাদকসহ চার বহিরাগতকে আটক করা হয়েছে। ক্যাম্পাসে তারা উশৃঙ্খল অবস্থায় গাড়ি চালাচ্ছিল। পরে প্রক্টরিয়াল টিম তাদেরসহ সাথে থাকা প্রাইভেট কারটি জব্দ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী, রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা মো. মামুন ও গোপালগঞ্জের সুমন মিয়া দুজন মেয়েসহ উশৃঙ্খল অবস্থায় গাড়ি চালানোর সময় তাদের আটক করা হয়। তবে নারীর আত্মসম্মান বিবেচনায় দুজন নারীর নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে প্রশাসন।
চলতি মাসের ১ তারিখে পুলিশ নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মালি সুমন রায় এবং লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের মালি আকতার হোসেনকে নীলক্ষেত থেকে মাদকসহ হাতেনাতে আটক করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
২৫ সেপ্টেম্বর সন্ধ্যাায় টিএসসির ক্যাফেটেরিয়া সংলগ্ন শিক্ষক লাউঞ্জের সামনে গাঁজা সেবনকালে তিন মাদকসেবীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। আটককৃতরা হলেন- দিদারুল হক টিটু, জোসেফ আহম্মেদ, তানভীর আহম্মদ। এদের তিনজনের বাড়িই নেত্রকোণা জেলায়। আটককৃতদের মধ্যে দু’জন ঢাবির প্রাক্তন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। তারা নিজেদের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী বলে দাবি করেন।
২৩ সেপ্টেম্বর রাতে জগন্নাথ হলের সামনে এক সড়ক দুর্ঘটনাায় দুজনকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিশ্চিত করেছে, সেই গাড়িটির (বাস) চালক অতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। জানা যায়, তার সাথে এক নারীও ছিলেন। ঘটনাস্থলে পুলিশের তোড়জোড় দেখা গেলেও পরবর্তীতে ওই ঘটনায় কোনো মামলা হয়নি।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল ও মুহসীন হলের মধ্যবর্তী পাওয়ার স্টেশনে মাদকসেবনের সময় পাওয়ার সার্কিট বিস্ফোরিত হয়ে ফারুক (৩৫) নামে এক রিকশাচালক দগ্ধ হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন মাদকাসক্ত তাকে উদ্ধার না করে পালিয়ে যায়।