টানা ২৭ ঘণ্টা অনশনে অসুস্থ সেই ঢাবি ছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৮:২৮ AM , আপডেট: ১০ অক্টোবর ২০২০, ০৮:৩৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে করা দায়েরকৃত ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে আমরণ অনশনরত সেই ঢাবি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি চিকিৎসক টিম তাকে চিকিৎসা প্রদান করছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে টানা ২৭ ঘণ্টা অনশনের কারণে সে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে না গিয়ে সেই শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশেই অনশন চালিয়ে যাচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. শেখ মো. আল আমিন বলেন, টানা না খেয়ে থাকায় তার শরীরের হাইপোগ্লাসেমিয়া ও হাইপোভোলেমিয়া কমে গেছে। ফলে বিবি ফল করেছে। বমি হচ্ছে। যার জন্য তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।
এদিকে অনশনরত সেই শিক্ষার্থী বলেন, আমার ধর্ষণের বিচার দাবিতে এখানে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।
এর আগে অনশনরত এই শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘ধর্ষণ একটি মহামারিতে পরিণত হয়েছে। এখানে আমিও একজন ভুক্তভোগী। প্রথমে লালবাগ কোতয়ালী থানায় মামলা করেছি। এখন পর্যন্ত কোন আসামিই গ্রেফতার হয়নি। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবিতে আমার আমরণ অনশন কর্মসূচি।